1. admin@thedailybanglardoot.xyz : admin :
  2. editor@thedailybanglardoot.com : banglar doot :
বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন

সৌদিতে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২০ Time View

অনলাইন ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদি আরবের আসির প্রদেশে বাস উল্টে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

প্রসঙ্গত, গত সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কের একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারানোয় এই বাস দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 বাংলার দূত
Theme Customized By WooHostBD